ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের ধাক্কায় তিনিজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

শুক্রবার দুপুরে উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) এবং জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের সুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

ওসি একেএম আজমল হুদা জানান, শুক্রবার দুপুরে কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেন ভাটিয়া পাড়ার দিকে যাচ্ছিল। এসময় শোলাকুড়া স্কুলের সামনে রাজ্জাক খান জুটমিলের শ্রমিক টানা গাড়ি রাস্তা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি