ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

রাজশাহী মসজিদ মিশনের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এমপির

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৩, ১০ আগস্ট ২০২০

রাজশাহী মসজিদ মিশন একাডেমী গত ১০ বছরে ১১ কোটি টাকা আত্মসাৎ করেছে। আজ সোমবার দুপুরে নানকিং দরবার হলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে রাজশাহীর সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এ তথ্য অভিযোগ করেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে সাংসদ বাদশা বলেন, ‘২০০৬-০৭ অর্থবছর হতে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত রাজশাহীর মসজিদ মিশন একাডেমী ১১ কোটি টাকা ব্যয় দেখিয়েছে। অথচ এই ব্যয় ব্যাংক চেকের মাধ্যমে করা হয়নি। নগদ ক্যাশে খরচ করা হয়েছে। নগদে পাওনা পরিশোধ দেখানোর কারণে টাকা ব্যয়ে কোনো স্বচ্ছতা নিশ্চিত হয়নি। নগদে ব্যয়ের ক্ষেত্রে অর্থ আত্মসাতের সুযোগ থাকায় সেই ব্যয় যথাযথ নয়; বরং আর্থিক বিধি মোতাবেক আত্মসাৎ হিসেবে গণ্য হবে।’

তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় অবস্থিত মসজিদ মিশন একাডেমী বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখা সমাজকল্যাণ দপ্তর কর্তৃক একটি সংস্থা হিসেবে বিবেচিত। সংস্থাটি ১৯৭৬ সালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত হলেও সংস্থা হিসেবে বর্তমানে এর কোনো বৈধতা নেই। ১৯৭৬ সালের পর থেকে তা নবায়ন করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত নয়। অথচ সমাজসেবা দপ্তরের নিবন্ধনকৃত সেই অবৈধ সংস্থার মাধ্যমে মসজিদ মিশন একাডেমী পরিচালিত হয়ে আসছে। বর্তমানে একাডেমীটি স্কুল এণ্ড কলেজের কার্যক্রম পরিচালিত করে আসছে।’

সাংসদ বাদশা বলেন, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরের কেন্দ্রস্থলে অবস্থিত থাকায় দীর্ঘদিন স্বাধীনতাবিরোধী শক্তি ও জঙ্গিবাদীরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। এই প্রতিষ্ঠানের বেশকিছু সংখ্যক শিক্ষক জামায়াতে ইসলামের সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে সরকারবিরোধী জঙ্গি তৎপরতার কারণে বিভিন্ন ফৌজদারী মামলাও রয়েছে বলে অভিযোগ জানান তিনি।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি