ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাজশাহী সিটি ভোটে থাকবে তিনস্তরের নিরাপত্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৫ জুলাই ২০১৮

ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটা দিতে পারে এ জন্য  তিন অস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় তিনি এ তথ্য জানান।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান সাংবাদিকদের জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরোপক্ষভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি জানান, কোন কোন কেন্দ্র ঝুকিপুর্ন সেগুলোর তালিকা তৈরির জন্য মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের এক সপ্তাহে আগে সেগুলো প্রকাশ করা হবে।

এছাড়াও ঝুকিপুর্ন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ আনোয়ার ফুয়াদ, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুর আলম, বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতে খায়ের, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, উপ-নির্বাচন কমিশনার ও সিটি নির্বাচনের রিটানিং অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি