ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজশাহীতে খুলনাগামী ট্রেন লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহীতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের রেল যোগাযোগ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় বন্ধ রয়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের রেল যোগাযোগ।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী গণমাধ্যমকে বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইন ক্রস করার সময় ইঞ্জিনের পরের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তিনি বলেন, ট্রেনটি উদ্ধারে রেলওয়ের কর্মীরা কাজ করছেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি