ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজশাহীতে পুকুর পাড়ে পাহারাদারের হাত-পা বাঁধা লাশ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৫, ২ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীর তানোর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় পুকুর পাহারাদার বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম রইস উদ্দিন (৬২)। উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামে তার বাড়ি।

সোমবার সকালে তানোরের মুণ্ডুমালা পৌরসভার মঠপুকুরিয়া মাঠে পুকুর পাড়েই তার লাশটি পাওয়া যায়।

তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, পাহারাদার খুন হলেও পুকুর থেকে মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জের ধরে রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির ইজারা নেওয়া পুকুর পাহারা দিতেন রইস উদ্দিন। সকালে স্থানীয়রা পুকুর পাড়ে রইসের হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন। মাছ ধরা জাল এবং জালের রশি দিয়ে রইসের হাত ও পা বাঁধা ছিল।

তিনি আরও জানান, বেলা সাড়ে ১২টার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে খুনের কারণ বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি