ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজশাহীতে পুলিশের সহকারি কমিশনারের অস্বাভাবিক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগর পুলিশের সহকারি কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকায় রাজশাহী মহানগর পুলিশ অফিসার্স মেসের নিচতলার একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সরফরাজের মৃতদেহ পাওয়া যায়। পরে সহকর্মীরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পুলিশ জানিয়েছে, সরফরাজ রাজপাড়া থানার তদারককারী কর্মকর্তা ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সদস্যরা। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি