ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাজশাহীর গ্রামাঞ্চলেও ছড়িয়েছে সংক্রমণ, মৃত্যু আরও ১৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৬ জুন ২০২১ | আপডেট: ১২:৪৯, ১৬ জুন ২০২১

রাজশাহীতে এখন শুধু শহরেই নয়, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। তাই বাড়ছে আক্রান্তের হার, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

বুধবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৮ জন। রামেকের করোনা ইউনেটের ৩০৫ বেডের বিপরিতে ৩৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এক সপ্তাহ আগে শহরের রোগী বেশি ছিল, এখন গ্রামের রোগির সংখ্যাই বেশি। বর্তমানে গ্রামে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। যা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এছাড়া শুধু বয়স্করা নয়; এখন কম বয়সি রোগীর হারও কম নয় বলে জানান এই হাসপাতাল প্রধান। 

গ্রামাঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় শঙ্কিত স্থানীয় প্রশাসনও। এই সংক্রমণ ঠেকানোর পরিকল্পনা করতে জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন। সে বৈঠকে পরবর্তি সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক আব্দুল জলিল। 

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টায় নগরীর সার্কিট হাউজে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে লকডাউন শহরের বাইরে দেয়া হবে কিনা।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের গত ১৬ দিনে মারা গেলেন ১৬১ জন। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পজিটিভ ছিলেন। বাকিরা শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরে মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৬১ বছর বয়সের উপরে রয়েছেন ২ জন। 

তিনি আরও জানান, রোগির চাপ বাড়ায় মঙ্গলবার এ হাসপাতালে ২টি আইসিইউসহ ৩৪টি বেড বাড়ানো হয়েছে। এছাড়াও আরও ১৫ জন চিকিৎসক পাঠাতে স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এক সপ্তাহ আগে ১৫ জন চিকিৎসককে পেশনে এ হাসপাতালে পাঠানো হয়েছিল।

অপরদিকে, টানা দুইদিন কমার পর রাজশাহীতে ফের বেড়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগের দিনের চেয়ে ১৩ দশমিক ২৭ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪৪ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ৩০ দশমিক ১৭ শতাংশ।

রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ১৩৩ নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ আসে। এখানে শনাক্তের হার ২৪ দশমিক ০৭ শতাংশ। নাটোরের ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের পজিটিভ শনাক্ত হয়। এখানে শনাক্তের হার ২৫ দশমিক ১৮ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি