রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত.....
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৪৫, ১২ মে ২০১৭ | আপডেট: ১৮:১১, ১২ মে ২০১৭

রাজাকার, আলবদর এবং শান্তি কমিটির সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানবববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানান। এ’সময় বক্তারা স্বাধীনতা বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বাস্তুহারাদের মধ্যে বন্টনের আহ্বান জানান। মানববন্ধনে সংগঠনের আহবায়ক লিয়াকত আলী খানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন