ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সফররত চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরস্থিতি দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকের বৈঠক ছিল একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের। তাদের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক আছে।

গত ১৫ বছর ছিল না। ফ্যাসিস্টরা সেটা অনুমতি দেয়নি। এখন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। দুই পার্টির সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এটা বাড়বে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা (চীনের কমিউনিস্ট পার্টি) জেনেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কী। আমরা তাদের বলেছি। তারা সব সময় বাংলাদেশে একটা স্থিতিশীলতা চায়। শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। সার্বিকভাবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। 
 
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

অন্যদিকে চীনের প্রতিনিধিদলের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও চীনা দুতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত মিসেস লিউ হংরু।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি