ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রাজাকারদের তালিকা প্রকাশ সময়ের দাবি: মোজাম্মেল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজাকার, আলবদর ও মানবতা বিরোধীদের তালিকা প্রকাশে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আার এ তালিকা প্রকাশ সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী ও মানবতাবিরোধী রাজাকার, আলবদর, আলসামসদের পূর্ণাঙ্গ কোন তালিকা প্রকাশ করা হয়নি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আলসামসের একটি সঠিক তালিকা প্রকাশ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই শিগগিরই এ তালিকা তৈরি করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি