ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রানা প্লাজার রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আদেশ দেন।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
হাইকোর্ট ৬ এপ্রিল সোহেল রানাকে জামিন দেয়।  

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি