ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে শত নাগরিক কমিটি

প্রকাশিত : ১৬:০১, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:০১, ৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সুন্দরবনকে জাতীয় প্রহরী আখ্যা দিয়ে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে শত নাগরিক কমিটি। প্রয়োজনে গণভোট করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির নেতারা। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় এ’সব দাবি জানায় সংগঠনটি। রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা : হুমকির মুখে সুন্দরবন- শীর্ষক আলোচনার আয়োজন করে শত নাগরিক কমিটি। তুলে ধরা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব আর বাংলাদেশে ম্যানগ্রোভ সুন্দরবনের প্রয়োজনীয়তার বিষয়। আলোচনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সুন্দরবনের কাছে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিতে গণভোট দেয়ারও দাবি জানানো হয়। বিশ্ব ঐতিহ্যখ্যাত সুন্দরবন রক্ষায় ইউনেস্কোর পর্যবেক্ষণ মেনে নেয়ার আহ্বান জানান সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী। ঢাকা বিশ^বিদ্যায়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, সরকারের বিরোধীতা নয়, জনস্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি করছেন তারা। ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীকে সরকার প্রধান নয়, বিচারকের ভূমিকা পালনেরও আহ্বান জানান বক্তারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি