ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রাষ্ট্র ক্ষমতা দখল আর সংবিধান স্থগিত করার কোন সুযোগ নেইঃ অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১২:৫৭, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৫৭, ৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা দখল আর সংবিধান স্থগিত করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল শুক্রবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর প্রয়াত অ্যাডভোকেট এম আব্দুর রহিমের স্মরণে নাগরিক শোকসভায় এ’ মন্তব্য করেন তিনি। পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে মাহবুবে আলম বলেন, অবৈধ প্রক্রিয়ায় কেউ সংবিধান স্থগিত করলে তা হবে রাষ্ট্রদ্রোহ। মির্জা আনোয়ারুল ইসলাম তানুর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি