ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাস্তায় ‘নগ্ন’ হয়ে পশুপ্রেমীদের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২০, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পশুপাখিকে নির্মমভাবে মেরে ফেলা বন্ধে রাস্তায় নগ্ন হয়ে পতিবাদ জানালো একদল পশুপ্রেমী। এমন ঘটনা ঘটেছে স্পেনে। দেশটির বিভিন্ন কোম্পানি জামাকাপড় তৈরিতে পশুপাখিদের চামড়া ব্যবহার করে আসছে। ফলে অমানবিকভাবে পুশু হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসছে একদল পশুপ্রেমী সমাজকর্মী।

দেশটির রাজধানী মাদ্রিদে পশুদের প্রতি নৃশংসতার বিরুদ্ধে জোরালো আন্দোলনে নেমেছে ‘অ্যানিম্যাল ন্যাচরালিস’সংস্থার কর্মীরা। তবে তারা প্রতিবাদের জন্য বেঁছে নিয়েছে অভিনব কৌশল।

গায়ে নকল রক্ত মেখে নগ্ন হয়ে রাস্তায় শুয়ে পড়েছেন তারা। তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ওই ভিডিওতে দেখা যায়, পশুদের মৃতদেহের স্তূপের মত করে রাস্তায় একে অপরের উপর রক্তাক্ত ও নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ। আর সামনে এক মহিলার হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, `শুধুমাত্র একটি `কোটে`র জন্য আর কত প্রাণ প্রয়োজন?


এমন দৃশ্য ইতিমধ্যে নাড়া দিয়েছে বিশ্বব্যাপী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।

 টিআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি