ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

রায় ঘিরে নাশকতার পরিকল্পনা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৪২, ৪ অক্টোবর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা করা হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কোনো সংশয় নেই। রায় ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত ২০০৪ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জনের প্রাণহানি ঘটে। গুরুত্বর আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই মামলার রায় শিগগিরই ঘোষণা করা হবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি