ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রায়পুরে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ একই পরিবারের কয়েকজন আহত, মামলা দায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১৭, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমেনা আক্তার নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়পুর থানায় একটি মামলা (নং-৩৬) রুজু হয়েছে। মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে ঠাওদার বাড়ির কাঁচা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্বের জমি বিরোধের জেরে এজাহারনামীয় বিবাদীরা দলবদ্ধ হয়ে লাঠি, রড, ধারালো দা ও চেনি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমেনা আক্তারের বাবা গুরুতর আহত হন। তার হাত ও পায়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় এবং চিকিৎসকরা হাতে ১০টি ও পায়ে ৪টি সেলাই দিয়েছেন। হামলায় তার মুখের দাঁতও পড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আমেনা আক্তার নিজেও হামলার শিকার হন। 

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তার মুখে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

বাদীর ছোট বোন তানজিনা আক্তার ও মা রেখা বেগমও হামলার শিকার হয়েছেন। তাদের উপরও লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর চালানো হয়। হামলার দৃশ্য মোবাইলে ধারণের চেষ্টা করলে বিবাদীরা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পূর্বের জমি বিরোধের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার মীমাংসা হলেও বিবাদীরা পুনরায় দখল ও হামলার চেষ্টা চালায় বলে বাদী জানান।

রায়পুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান  তিনি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি