ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রুক্মিণীর অদ্ভুত অভ্যাস ফাঁস করলেন দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৩ মে ২০১৮ | আপডেট: ১২:০৩, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্তমান সময়ের বহুল চর্চিত নায়িকা তিনি। অভিনয় সত্তার বাইরেও তার অন্য একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা দেবের ঘনিষ্ঠ বান্ধবী। দেব প্রকাশ্যে বহুবার এই সম্পর্ক কথা স্বীকারও করেছেন। কিন্তু রুক্মিণী বরাবর দেবকে ভাল বন্ধু বলতে স্বচ্ছন্দ বোধ করেন। এবার রুক্মিণীর এক অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করলেন অভিনেতা দেব।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রুক্মিণী ইফতার খাচ্ছেন। নায়িকার সামনে সাজানো রয়েছে বিভিন্ন ধরণের ফল।

সেই ভিডিও প্রকাশ করে দেব লিখেছেন, ‘ইফতার হোক বা দুর্গাপুজা রুক্মিণী সব সময় খাওয়ার জন্য রেডি।’

আবার এ কারণে রুক্মিণীকে ‘ফুল হ্যাংলা’ও বলেছেন দেব।

এদিকে রুক্মিণী বরাবরই বলেন তিনি খেতে ভালোবাসেন। বিশেষ কোন ডায়টও ফলো করেন না তিনি। এ বার সেই কথার প্রমাণ পাওয়া গেলো। দেব নিজে শেয়ার করলেন রুক্মিণীর এই অদ্ভুত অভ্যেসের কথা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি