ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রুয়েটের বাসচালকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৫০, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আব্দুস সালাম (৫২) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা। মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে হয়। নিহত আব্দুস সালাম নগরীর দেবিশিং পাড়ার কোবাত খালিফার ছেলে বলে জানা গেছে।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, রুয়েটের মধ্যে বাস রেখে আব্দুস সালাম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহতের মাথায় ও শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কি কারণে বা কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি শাহাদাত।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি