ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে ট্রাঙ্কে মিলল সোয়া কোটি টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫১, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:৫৯, ২ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকা এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।

বুধবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। আটকরা হলেন- রূপগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার ইউনুছ মৃধার ছেলে জামাল হোসেন, তার সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশি মানিক মিয়া।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অভিযানে জামালের বাড়ি থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। আর টাকাগুলো ছিল ট্রাঙ্কের মধ্যে। বাকি দুজন তার সহযোগী।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, জামাল ও কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি করে। তারা অবৈধভাবে কয়েল কারখানা চালাচ্ছিল। ওই কারখানা ও গরুর খামারের আড়ালে আসলে সে ছিল ইয়াবার পাইকার। মাদক ব্যবসার টাকায় তিনটি বাড়ি করেছে তারা।

এ ঘটনায় মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসপি হারুন। বলেন, আটক ব্যক্তি টাকার বৈধ উৎস দেখাতে পারেননি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি