ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

রেল ক্রসিংয়ের ওপরে উড়ালসেতু না থাকায়, যানজট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:২৭, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ব্যস্ত নগরী গাজীপুরে প্রবেশের পথে রেল ক্রসিংয়ের ওপরে উড়ালসেতু না থাকায়, যানজটে নাকাল নগরবাসী। জয়দেবপুর জংশন এলাকায় উড়ালসেতু নির্মানের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এবার সিটি নির্বাচনে অন্যতম ইস্যু উড়াল সেতু।

গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং। প্রতিদিন এখান দিয়ে চলাচল করে ৫০টি ট্রেন।

ট্রেন আসলে সিগন্যাল ব্যারিয়ার ফেলে রাখতে হয় দিনে বেশ কয়েকবার, অন্তত ৬ থেকে ৮ মিনিট করে। এতে প্রতিবারই উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

ব্যস্ত নগরে প্রবেশের প্রধান পথে উড়ালসেতু না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অনিশ্চয়তায় পড়েন অফিস ও স্কুল-কলেজগামীরা।

এবার সিটি নির্বাচনে প্রভাব ফেলবে এই উড়াল সেতু ইস্যু। শুধু প্রতিশ্র“তি নয়, ভোটারা চান এর বাস্তবায়ন।

স্থানীয়দের প্রত্যাশা সিটি নির্বাচনে জয়ী প্রতিনিধিরা এ সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি