ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রোববার থেকে শুরু ওএমএসের চাল বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশে আগামী রোববার থেকে খোলা বাজারে (ওএমএস) সিদ্ধ চাল বিক্রি শুরু হচ্ছে। দাম আগের মতোই থাকছে, প্রতি কেজি ৩০ টাকা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। অতি দরিদ্র ৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, বাজারে চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ওএমএসে আতপ চাল বিক্রি শুরু করে সরকার। দামও ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। পরে ওই বছরের ২০ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আগামী রোববার থেকে সারাদেশে ওএমএসে চাল বিক্রি শুরু হবে। তবে এবার ওএমএসে সিদ্ধ চাল দেওয়া হবে। মানের দিক থেকে এ চাল অনেক ভালো বলে জানান তিনি।

জানা গেছে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এ পাঁচ মাস ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। আর ৪ মার্চ থেকে সারাদেশে ওএমএসে স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য অধিদফতর। একজন ব্যক্তি সর্বাধিক পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা।

 

একে//এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি