ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

‘রোহিঙ্গারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:২১, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসলে বাড়ি কোথায় জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি হলে এ প্রণোদনা চালু হবে। এর ফলে বৈধ পথে আয় বাড়বে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের সুষম উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও জোর দেন তারা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসানসহ কয়েকজন প্রবাসী।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি