ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০০, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে বাসচাপায় বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব এবং পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও সিএনজি চালিত অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহন একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি