ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

লবণকাণ্ড: বাগমারায় ৬ জনকে এক বছর করে জেল

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ২০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৪, ২০ নভেম্বর ২০১৯

গুজব ছড়িয়ে লবনের বেশি দাম নেয়ার অভিযোগে রাজশাহীর বাগমারায় ছয় ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। 

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শিকদারি বাজারের মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪২) ও আব্দুস সামাদ (৫৮), নরদাস বাজারের সাইদুর রহামন (৪০), বাগমারা বাজারের আশরাফুল ইসলাম (৩০) ও রউচ উদ্দিন (৪২) এবং ভবনীগঞ্জ বাজারের মনিরুজ্জামান (২৬)। 

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরিফ আহম্মেদ বলেন, গুজব প্রতিরোধ ও লবনের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দাম বেশি নেয়ার জন্য ছয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায় প্রত্যেককে এক বছর করে সাজা দেয়া হয়েছে। 

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাদের কারাগারে পাঠানো হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি