ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

লাইসেন্স-ছাড়পত্র ছাড়াই দেদারসে চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:৩২, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মেহেরপুরে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ব্যবসায়ীরা। নিয়ম মানছেন না বেশিরভাগ ব্যবসায়ী। এ অবস্থায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও জেলা প্রশাসন।

মেহেরপুরে ৬০ থেকে ৬৫টি সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান থাকলেও, নিয়ম মেনে গ্যাস বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টি দোকানে। বাকিগুলোতে নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা।

বিস্ফোরক লাইন্সেস ও অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেছেন খুচরা বিক্রেতারা।  

লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ডিলারদের।

আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরইমধ্যে ব্যবস্থা নিতে স্থানীয় থানাকে নিদের্শ দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা।

ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

নিয়ম অনুযায়ী সরকারী লাইসেন্স ছাড়া একজন ব্যক্তি ১০০ কেজি অর্থাৎ ১২ কেজি ওজনের ৮টি অথবা ২৩/২৪ কেজি ওজনের ৪টি গ্যাস ভর্তি সিলিল্ডার সংরক্ষণ করতে পারবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি