ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লালপুরে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২২ সেপ্টেম্বর ২০২০

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও কারখানা মালিক মোস্তাক বিশ্বাসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোস্তাক বিশ্বাসের গুড় কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই জরিমানা করেন।
সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসানের নেতৃত্বে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালায়। 

এ সময় মোস্তাকের ওই কারখানা থেকে সংরক্ষণ করা ১৫ হাজার কেজি ভেজাল গুড়, ৪ বস্তা চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেডবিহীন বিষাক্ত রংসহ গুড় উদ্ধার করা হয়। একইসঙ্গে কারখানার মালিক মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিক মোস্তাক বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত উপকরণসহ ভেজাল গুড় ধ্বংস করা হয়।

র‌্যাব নাটোর অফিসের কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি