ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

লায়ন সিনেমাস ও জয় সিনেমাসের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:১৮, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার প্রাণ বুড়িগঙ্গার তীরে শুরু হচ্ছে পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স ”লায়ন সিনেমাস”। চারটি স্ক্রীনের অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সটি পরিচালনা করবেন ”জয় সিনেমাস”। গত ২১ অক্টোবর বারিধারায় “জয় সিনেমাস”-এর নিজস্ব অফিসে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করেন দেশের ঐতিহ্যবাহী  “লায়ন সিনেমাস”-এর কর্ণধার মীর্জা আব্দুল খালেক এবং “জয় সিনেমাস’-এর ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ”জয় সিনেমাস”-এর চেয়ারম্যান নাভিদুল হক এবং পরিচালক মুশফিকুর রহমান।
এ বিষয়ে ”লায়ন সিনেমাস”-এর কর্ণধার মীর্জা আব্দুল খালেক বলেন, “ লায়ন সিনেমা হল শুধুমাত্র একটি সিনেমাহল নয় বরং এদেশের সিনেমার ইতিহাসের একটি অংশ। সে কারণেই আমরা চাই অতীতের মতই স্বগৌরবে টিকে থাক “লায়ন সিনেমাস। “জয় সিনেমাস”-কে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

অন্যদিকে ’জয় সিনেমাস”-এর পরিচালক মুশফিকুর রহমান বলেন, ”দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিগত দশকগুলোতে সিনেমা হলের উন্নয়নে কোন কাজ হয়নি। অথচ স্বপরিবারে সিনেমা দেখাটা ছিল আমাদের ঐতিহ্য।
 
আমরা ”জয় সিনেমাস” সারাদেশেই মাল্টিপেক্স গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই চট্টগ্রামের চকবাজারে ”বালি অর্কেড”-এ তিনটি স্ক্রীনের একটি মাল্টি প্লেক্সের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী জুন মাস থেকেই মাল্টিপ্লেক্সটি শুরু হবে বলে আশা করছি।” 

উল্লেখ্য, ”লায়ন সিনেমাস”-এর চারটি স্ক্রীনের প্রতিটিতে থাকছে অত্যাধুনিক ২00টি আসন। ”দুইটি স্ক্রীন আমরা সর্বদা বাংলা সিনেমার জন্য উন্মুক্ত রাখতে চাই।” এছাড়াও বিভিন্ন দিবসগুলোতে সিনেমা নিয়ে বিশেষ উৎসব ও আয়োজন থাকবে বলে জানান বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদি এই পরিচালক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি