ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

লিটন দাসকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:১০, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন।     

বুধবার বিকালে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি লিটন দাসকে নিয়ে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ক্রিকেটার লিটন দাস দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবিসহ একটি পোস্ট দেওয়া পর ফেইসবুকে ‘বাজে ও বিকৃত’ মন্তব্যের শিকার হন। পরে তিনি ওই পোস্ট তিনি সরিয়ে নেন। এ ধরনের পরিস্থিতি সামলাতে সরকার কী উদ্যোগ নেবে।  

এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কাজ যারা করে তারা বিকৃতমনা। সরকার এসব বন্ধে কাজ করছে। এ ধরনের নোংরামি যেন না হয় সে জন্য আমরা এগুলো মোকাবেলা করতে সাইবার সিকিউরিটি আইন করেছি।

লিটন দাসের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ছেলেটা কী সুন্দর খেলে এসেছে। আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের (সাম্প্রদায়িক আক্রমণ) কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

/এসি / 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি