ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

লিভার সমস্যায় হাসপাতালে অমিতাভ বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১৮ অক্টোবর ২০১৯

লিভারের সমস্যা নিয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে লিভারের সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি হন তিনি।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড সুপারস্টার। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ খবরে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, অমিতাভ বচ্চনকে আইসিইউতে রাখা না হলেও, অত্যন্ত সাবধানতার সঙ্গে চিকিৎসা চলছে। হাসপাতালের যে কেবিনে তিনি রয়েছেন, সেটিকে জীবনামুক্ত করে রাখা হয়েছে। তার অসুস্থতার খবর বচ্চন পরিবারের পক্ষ থেকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি বলেও ওই খবরে বলা হয়। 

১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল রয়েছে বলিউড শাহেনশার।

কিছুদিন আগে এ অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবার কিউলোসিসের চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, তারও ৮ বছর আগে থেকে সেই রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। 

এরপর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন অমিতাভ। এরপর দফায় দফায় চিকিৎসা নেয়ার পাশাপাশি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাকে।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে অমিতাভের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি