ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৪, ৬ জানুয়ারি ২০২০

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ সংলগ্ন আদর্শপাড়া এলাকার সাত্তার শেখের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিলটন কুমার দেবদাস, আতিকুজ্জামান ও এএসআই হাসিব অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো-লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে খদ্দের প্রদীপ বিশ্বাস (৩২), অসামাজিক  কার্যকলাপের সরদারিণী পারমল্লিকপুর গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে রিনা ওরফে ঝর্ণা বেগম (৪০), যৌনকর্মী কালনা গ্রামের আকরাম মোল্যার মেয়ে জেসমিন বেগম বৃষ্টি (২৭), নড়াইল সদরের মহিষখোলা এলাকার বাবু মোল্যার মেয়ে সাথী বেগম (২৮) ও কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের জাফর শেখের স্ত্রী সেনিয়া বেগম (২৫)। 

এসআই মিলটন কুমার দেবদাস জানান, রিনা বেগমের নেতৃত্বে লোহাগড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে সোমবার লোহাগড়ার আদর্শপাড়ার সাত্তার শেখের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি