ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শপথ নিলেন বরিশালের মেয়র ও ৪০ কাউন্সিলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:২১, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ নিয়েছেন ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলররাও।

আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন বরিশাল সিটি কর্পোরেশনের নবিনির্বাচিত মেয়র। আর স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে শপথ নেন ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধিত্ব করতে হলে নিজের স্বার্থকে প্রাধান্য দিলে চলবে না। মানুষের সুখ-দু:খের ভাগী হতে হবে তাদের ভাগ্যেন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে সেটিই আমাদের সরকারের লক্ষ্য। গ্রামের মানুষের দোঁড়গোড়ায় সব সুযোগ সুবিধা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মজিবর রহমান সরোয়ারকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। সাদিক বরিশালের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহরে ছেলে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি