ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শরিয়ত বয়াতির জামিন কেন নয় জানতে চেয়েছেন হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বাউল শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে  সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল জারি করে।

শরিয়ত বয়াতির করা জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনিরা হক মনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ।

মনিরা হক বলেন, আমরা বলেছি, শরিয়ত বয়াতির ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে মামলা করা হয়েছিল। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত কিছু নাই। তাছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/২ ধারা তার জন্য প্রয়োজ্য নয়। ফলে তার বিরুদ্ধে এ মামলাই চলে না।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর এক পরিবেশনায় মুসলমানদের ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত করার অভিযোগ ওঠে শরিয়ত বয়াতির বিরুদ্ধে। ওই অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম ফরিদুল ইসলাম গত ৯ জানুয়ারি মির্জাপুর থানায় মামলা করেন। শরিয়ত বয়াতিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি