ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

শরীয়তপু‌রে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শরীয়তপুর সদর উপজেলায় ধান ভ‌র্তি একটি ট্রাক খাদে পড়ে তিন শ্র‌মিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শ‌নিবার রাত ১০টার দিকে উপজেলার কানার বাজার সংলগ্ন খেল‌সি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মো. রহমত হো‌সেন (৪০), নাঈম হো‌সেন (২৫) ও ইদ্রিস (৬০)। আহত ছয়জন হলেন- মো. হা‌মেদ (৩৫), ‌মো. র‌বিউল ইসলাম (১৯), ইসমাইল (৩০), মা‌লেক (৬০), শ‌রিফুল (৪০) ও খাইরুল ইসলাম(৩০)। শ্র‌মিকরা সবাই সাত‌ক্ষীরা জেলার আশাস‌নি উপ‌জেলার চেতুয়া এলাকার বাসিন্দা।

নিয়াজ আহাম্মেদ জানান, জেলার সদর উপ‌জেলার কানার বাজার থে‌কে ২০০ বস্তা ধানসহ ১২ জন শ্র‌মিক নিয়ে একটি ট্রাক সাত‌ক্ষীরা যাচ্ছিল। শরীয়তপুর সদর পৌরসভার ৬নং ওয়া‌র্ড কানার বাজার সংলগ্ন খেল‌সি এলাকার সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি