ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

শর্তসাপেক্ষে বঙ্গভ্যাক্স টিকা ট্রায়ালের অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৬ জুন ২০২১ | আপডেট: ১৯:৪০, ১৬ জুন ২০২১

শর্তপূরণ সাপেক্ষে দেশীয় গ্লোব বায়োটেকের করোনা ভাইরাসের টিকা 'বঙ্গভ্যাক্স'র হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। বুধবার (১৬ জুন) বিএমআরসির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়।

বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।  

বিএমআরসির অনুমতি পেলে শিগগিরই মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে আবেদন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি