ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

শহীদ মিনার পেয়ে উচ্ছ্বসিত মিরসরাই বালিকা বিদ্যালয়েরর শিক্ষার্থীরা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ২ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কখনও বাঁশ আবার কখনও কাঠ আর কাগজ দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতো মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে স্থায়ী কোন শহীদ মিনার ছিলনা। তাই শিক্ষার্থীরা হতাশার মুখে থাকতো মাতৃভাষা দিবস।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন আসার পর থেকে পুরো বিদ্যালয়ে আসে নতুন রূপ। বিদ্যালয় পেল শহীদ মিনার, ছাত্রীদের নামাজের স্থান। নতুন অফিস কক্ষ পেলো প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া। 
বিগত বছরগুলো থেকে পরীক্ষার ফলাফলে ভালো করছে এই বালিকা বিদ্যালয়।

শহীদ মিনার পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার ছিলনা। অনেক কষ্ট করে মাতৃভাষা দিবসে পালন করা হতো আমাদের। শহীদ মিনার না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগ্রহের কোনো কমতি ছিল না। এখন শহীদ মিনার পেয়ে অনেক খুঁশি লাগতেছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের অনেক ধন্যবাদ এই মহৎ কাজ করার জন্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া বলেন, '১৯৭০ সালে এই বিদ্যালয় স্থাপিত। এর আগে বিদ্যালয়ে শহীদ মিনার ছিলোনা। দীর্ঘ ৫৩ বছর পরে শহীদ মিনার স্থাপিত হওয়ায় শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত। আমাদের বিদ্যালয়ের সভাপতি অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন । এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে।'

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি