ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শহীদদের স্মরণে নোয়াখালীতে আলোক প্রজ্জ্বলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:০৩, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী হানাদার মুক্ত দিবস ও বিজয়ের ৫১ বছরে নোয়াখালী মুক্ত স্কয়ারে বীর শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।

‘আলোর পরশে কাটুক আঁধার’ এমন প্রতিপাদ্য নিয়ে বুধবার সন্ধ্যায় এ আয়োজন করে প্রজন্ম আলো, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মুক্তিযুদ্ধের সবশেষ যুদ্ধের স্মৃতি বিজড়িত পিটিআই সম্মুখে আয়োজিত আলোক প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- কবি মিন্টু সারেং, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যনির্দেশক ফরিদ উদ্দিন মনু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, প্রজন্ম আলোর সংগঠক কামাল মাসুদ প্রমুখ।

বক্তারা নোয়াখালী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি