ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ভয়ভীতি ও ত্রাসমুক্ত দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান তারা।

মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ সব কথা জানান তিনি।

মিলার বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনও ধরনের সহিংসতার নিন্দা জানাই।

বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত মনে করেন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনও প্রার্থীর উপরে যেন আক্রমণ না হয়।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন মিলার। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীকে জানান মিলার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি