ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৩, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কিছু অপ্রিতীকর ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচননের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়।

সকাল থেকে গাজীপুর নগরের মানুষ উৎসবমূখর পরিবেশে ভোট দিতে আসে। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিলো লক্ষ করার মতো। ভোট চলাকালে জালভোট, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এদিকে একটি কেন্দ্রে ভোট চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন সেখানে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখে।

নির্বাচনের আগের দিন থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো গাজীপুর। এতে সেখানে বড় ধরণের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তা ছাড়া ভোটগ্রহণও চলেছে শান্তিপূর্ণভাবে। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সব অফিস, কল-কারখানা, স্কুল-কলেজসহ প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

জানা গেছে, মহানগরীর ৫৭টি ওয়ার্ডে ৪২৫ কেন্দ্রের দুই হাজার ৭৬১টি বুথে পাঁচ সহস্রাধিক পোলিং এজেন্ট কাজ করছেন।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার-২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার-২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২৮২৭), রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭) ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭) এ ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

সিটি মেয়র ও কাউন্সিলর পদে জনপ্রতিনিধি বাছাইয়ে ভোট দিচ্ছে গাজীপুরবাসী। এই নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ২০১৩ সালে এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান নির্বাচিত হন। অধ্যাপক মান্নান মেয়র পদে নির্বাচিত হলেও সরকারের রোষানলে পড়ে গত পাঁচ বছরের অধিকাংশ সময় তিনি কারাগারে বন্দি ছিলেন। দ্বিতীয়বারের মতো এ সিটি করপোরেশনের নির্বাচনে মোট ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি