ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শার্শায় গরিব দুঃস্থদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৮, ১৫ ডিসেম্বর ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে গরিব দুঃস্থ মানুষের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার রুবা ক্লিনিক কর্তৃপক্ষ। 

সোমবার বিজয় দিবসের দিন বাগআঁচড়া সাতমাইলস্থ রুবা ক্লিনিকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডা. এস এম আহসান হাবিব রানা ও তার সহধর্মিনী ডা. জেরিন আফরোজ নিপু।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শার্শা উপজেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ হযরত মাওলানা খায়রুল আলম। 

রুবা ক্লিনিকের সত্বাধিকারি ডা. এস এম আহসান হাবিব রানা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসের দিন গরীব ও দুঃস্থ মানুষের জন্য ‘ফি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। সর্বসাধারনের জন্য ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে তবে দুঃস্থদের জন্য ফ্রি পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হবে। 

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি