ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

শার্শায় ঘরের মাটির গর্তে মিলল ১৯৪০ পিস ইয়াবা

বেনাপোল সংবাদদাতা :

প্রকাশিত : ০৮:৪৫, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩৩, ১১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত থেকে এক হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার অগ্রভূলাট বাজারের পাশে একটি বাড়ির গর্তের মধ্য থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের একটি টহলদল অগ্রভুলাট বাজারের পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকার মাদক ব্যবসায়ী আশরাফুলের ইয়াবা বিক্রির গোপন আস্তানা আবু ছুরাত খাতুনের বাড়ি তল্লাশি করে ঘরের মধ্যে মাটির গর্ত হতে পলিথিনে মোড়ানো এক হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি