ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শার্শায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত : ১৮:২৯, ৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৯:৩৯, ৯ এপ্রিল ২০১৯

‘টেকসই উন্নয়নে চাই- টেকসই প্রযুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা সহকারী ভুমি কমিশনার মৌসুমী জেরিন কান্তা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কৃষি অফিসার সৌতম কুমার শীল, নির্বাচন অফিসার কামরুজ্জামান, বিআরডিবি অফিসার বিল্লাল হোসেন প্রমূখ। মেলায় বিভিন্ন ইউনিয়নের স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ২১টি স্টলে তাদের উদ্ভাবন প্রযুক্তি প্রদর্শন করেছেন। উদ্বোধনী শেষে উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি