ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শাহ আমানতে দুই কোটি টাকার সোনা জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত এক যাত্রীর কাছ থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। জব্দকৃত পাঁচ কেজি ২৪৮ গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য সোয়া ২ কোটি টাকা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাসকট থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে গিয়াস উদ্দিন নামের ওই যাত্রীকে সোনার বারগুলোসহ আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, আমাদের কাছে আগে থেকেই এ বিষয়ে খবর ছিল। তাই ফ্লাইট পৌঁছানোর পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাস্টমসের সহকারী কমিশনা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি