ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

শাহজাদপুরে সুমন শীলকে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ১৭:৪৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঁশবাড়িয়ায় সুমন শীল (৩০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মৃত নিমাই শীলের ছেলে এবং ৫ ভাই বোনের মধ্যে সবার ছোট। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘঠে।

নিহত সুমনের ভাই পরিতোষ শীল জানান, প্রতিদিনের মতো তারা ৩ ভাই মিলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে কাজে বের হয়। সুমন ও আরেক ভাই খুকনী বাজারের সেলুনে কাজ করতো। দুপুরে সে বাড়ি ফেরাঢ় পথে বাঁশবাড়িয়া নতুন পাড়া জন শূন্য এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে জবাই করে ফেলে সন্ত্রাসীরা চলে গেলে তার পরিবারের সদস্যরা দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

পরিতোষ শীল আরও জানান, সুমনের কোন শত্রু ছিল না। কেন এভাবে সে হত্যার শিকার হলো। আমরা দোষীদের ফাঁসি চাই। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি