ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শিক্ষামন্ত্রীর আসনে ১৪ জনের মনোনয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:১৪, ১৭ নভেম্বর ২০১৮

আসন্ন  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ নির্বাচনী আসন। এ আসনে সর্বশেষ দশম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আসন্ন একাদশ সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এবার তিনি ছাড়াও ১৩ জন এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তারা দলীয় মনোনয়ন ফরম জমাও দিয়েছেন। এদের মধ্যে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন তা জানা যাবে দু-এক দিন পরে। যে কারণে ওই আসনের আওয়ামী লীগসহ সাধারণ জনগণের মাঝে একটিই প্রশ্ন- এবার কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী? নাহিদ নাকি নতুন কেউ।

শিক্ষামন্ত্রী ছাড়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে যারা রয়েছেন তাদের মধ্যে প্রবাসী নেতা পাঁচ জন। তারা হলেন- কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, নিউজার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু।

বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজী সারোয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য রুহুল আনাম মিন্টু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক হেলাল আহমদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসাইনও সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, দুই উপজেলা মিলে গঠিত এ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১  হাজার ৯০৩। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৮৫৬ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৪৭ জন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি