ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ২ চালক ও সহকারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:০৪, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনটি বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১।

রোববার রাত ও সোমবার সকালে রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

প্রসঙ্গত, রবিবার জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি