ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পটুয়াখালীতে বই উৎসব পালিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সারাদেশের মত পটুয়াখালীতেও পালিত হয়েছে বই উৎসব। বিনামূল্যে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুরু হয়।

রোববার সকাল ১০টায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলার বই উৎসাব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। 

পরে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই দিয়ে বই উৎসাব পালন করা হয়।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিশুদের উল্লাস ছিল চেখে পড়ার মতো। যেমন খুশি শিক্ষার্থীরা তেমনী খুশি সকল অভিবাকরাও। 

সকলে নতুন বইয়ে আনন্দে আনন্দিত। 

নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরে প্রথম দিনে বই পাওয়ায় তারা আগে ভাগেই লেখাপড়া শুরু করতে পারবে।

পটুয়াখালীতে এ বছর জেলায় ৪ লাখ ২০ হাজার ৬ শ’ ৯৬ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি