ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শিপ্রাকে নিয়ে রিটের আদেশ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথকে নিয়ে ফেসবুকে দুই পুলিশ কর্মকর্তার মন্তব্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষ হয়েছে। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট রিট করেন আইনজীবী মনোজ কুমার। 

আবেদনে বলা হয়, শিপ্রার ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি