ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে হঠাৎ করে নাব্য সংকট দেখা দিলে ফেরি চলাচলের অনুপযোগী  হয়ে পড়ে এই নৌ রুট।  

বিআইডব্লিটিসির সহকারী ব্যবস্থাপক শাহ বরকত উল্লাহ জানান, আজ বিকেল থেকে লৌহজং চ্যানেলে  নাব্য সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যেহেতু নাব্য সংকটের জন্য ড্রেজিং করা জরুরি সেহেতু আমরা ড্রেজিং  করছি তাই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক কখন ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

এ দিকে শিমুলিয়া ঘাটে ছোট বড় মিলে প্রায় ২৫০টি গাড়ি পাড়াপাড়ের জন্য অপেক্ষা করছে। শিমুলিয়া প্রান্তে অবস্থানরত যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় যাওয়ার জন্য জানিয়ে দিয়েছে যথাযথ কর্তৃপক্ষ।

কেআই/এসএইচ/   


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি