ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

শিল্পকলায় আজ পালাকারের ‘উজানের মৃত্যু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২০ সেপ্টেম্বর ২০১৮

শিল্পকলা একাডেমিতে আজ প্রদর্শিত হবে পালাকার নাট্যদলের নাটক ‘উজানের মৃত্যু’। আজ সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এতে অভিনয় করছেন আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন নিষাদ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, নির্ভানা ইভা।

নাটকের কাহিনীতে দেখা যায়, নৌকাবাহক, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, কালো পোশাক পরিহিত ব্যক্তি হিসেবে (চরিত্রগুলোর নাম না থাকলেও নাট্যকার চিহ্নিত করেছেন) এ তিন চরিত্র শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। স্ত্রী, তিন ছেলে, বেঁচে থাকার জন্য উর্বর জমি; সবই ছিল নৌকাবাহকের। কিন্তু কালে কালে সে হয়ে গেছে শূন্যহস্ত। তাই তার নৌকা বয়ে চলছে উজানের দিকে।

সাদা পোশাক পরিহিত ব্যক্তি নৌকাবাহকের সহযাত্রী ও তার বাল্যবন্ধু। জীবন সম্পর্কে তার প্রতিক্রিয়া নৌকাবাহকের অনুরূপ। আর কালো পোশাক পরিহিত ব্যক্তি উজানে যাত্রায় ভীত। কেননা প্রথাবদ্ধ অস্তিত্বহীন জীবনে তার কোনো সংশয় নেই। এভাবেই এগিয়ে যায় গল্প।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি