ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শিশুকিশোররাও করোনায় আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৩ এপ্রিল ২০২০

ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ- পার্স টুডে

ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ- পার্স টুডে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা ভাইরাসে শিশু কিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার। খবর পার্স টুডে’র। 

ক্লগ বলেন, ‘করোনায় কেবল বয়োবৃদ্ধদের আক্রান্ত হবার ধারণাটা একেবারেই ভুল। গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণ কেবল বয়সই নয় বরং বিশ্বব্যাপী লক্ষ্য করা গেছে করোনা ভাইরাসে যুবকেরাও আক্রান্ত হয়েছে এবং তারাও কঠিন পর্যায় অতিক্রম করেছে। ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের এ পরিচালক আরও বলেন, ‘এ ভাইরাসে আক্রান্ত শিশুকিশোরদের অনেকেই যেমন মারা গেছে তেমনি শতবর্ষী বৃদ্ধও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫৪ হাজার ২ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি